রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন জাহাপুর গ্রামে জমি জমা বিরোধে এক গৃহবধূকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কুড়ির চরে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম মোসাম্মৎ মিনারা খাতুন (৬০) তিনি হলেন জাহাপুর গ্রামের বাসিন্দা মোঃ নাসির উদ্দিনের স্ত্রী।
আহত মিনারা খাতুনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মিনারা জানান তাদের পৈত্রিক সম্পত্তি থেকে পাওয়া আনুমানিক ৭৮ শতাংশ জমি থেকে মিনারাদের ভাগে ১৮ শতাংশ জমি পান।
আনুমানিক ১৫ বছর আগে মিনারার দুই চাচার ভাগের ৩৬ শতাংশ জমি রব চৌকিদারের কাছে বিক্রি করে।
রব চৌকিদার ১৫ বছর ধরে ৩৬ শতাংশ জমি ভোগ দখল করে আসছিল কিন্তু দুই এক মাস যাবত মিনাদের ১৮ শতাংশ জমি থেকে ১০ শতাংশের মতো জমি রব চৌকিদারের নামে অবৈধভাবে বুয়া রেকর্ড করেন।
মিনারা বিষয়টি জানতে পেরে ঘটনার দিন রব চৌকিদারের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য গেলে উভয়ের ভিতরে বাক-বিতণ্ড হয় এতে ক্ষিপ্ত হয়ে রব চৌকিদার ও তার ছেলে রুবেল সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্যে কাস্তে,
রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখন করে তার ডাক চিৎকার শুনে তার ভাই এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর যখম করে।
তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেডিকেল নিয়ে আসার পথে রব চৌকিদারের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীরা কালো পলিথিনের ব্যাগে করে অবৈধ অস্ত্র শস্ত্র নিয়ে মিনারাদের দিকে এগিয়ে আসলে স্থানীয়রা তাদেরকে দ্রুত নৌকা দিয়ে নদী পার করে দিলে মিনারা ও তার ভাই বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আরও অজানা যায় এই পুরো ঘটনা ঘটেছে সালাম চৌকিদারের ইন্দ্রনে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
বাংলাদেশ জনপদ
Leave a Reply