শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জে জন্মদাতা পিতা জেএম গোলাম মোর্শেদ নয়ন তার নিজ জন্মদাতা চার কন্যা সন্তানকে সম্পত্তি থেকে চীর বঞ্চিত করার অপচেষ্টায় মরিয়া উঠছেন বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
কন্যা সন্তানদের পিতা নয়ন বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার জমাদারের পুত্র।
গোলাম মোর্শেদ নয়নের অসহায় কন্যা মুনমুন নাহার প্রিয়া, কামরুন নাহার কেয়া,নুসরাত জাহান নিপা, ও কানিজ ফাতিমাদের বেলায় এমনটাই দেখা গেছে।
কন্যা ফাতিমা অভিযোগ করে বলেন,আমার মায়ের গর্ভে কোন পুত্র সন্তান না হওয়ায় আমার বাবা তার নামের স্হাবর সম্পত্তি ও তাতে নির্মত সেমিপাকা বসত ঘড় গত ১০ অক্টোবর ২০২৩ ইং তিন শত টাকার নন জুডিশিয়াল স্টাম্পে নোটারি পাবলিকের মাধ্যমে আমাদের চার বোনের নামে দান পত্র হেবা দলিল করে দেন আমার পিতা জেএম গোলাম মোর্শেদ নয়ন জমাদার। যার মৌজা নং – ইসলামুর,জেল নং -২ খতিয়ান নং-৫৬৫, দাগ নং -৪৬২২,৪৬২৩,৪৬২৪,৪৬২৫,৪৬২৬,৪৬২৭,৪৬২৮,৪৬২৯,৪৬৩০,৪৬৩১,৪৬৩২,৪৬৩৩,৪৬৩৪,৪৬৩৫।
কিন্তুু ইদানীং সময় আমর একই বাড়ির চাচাতো ভাই সোহেল জমাদার -৪৫,রাসেল জমাদার -৩৫ চাচাতো বোন জেসমিন ও তার স্বামী বাহার আমার বাবাকে কু- পরামর্শ ও ভুল বুঝিয়ে জমি দলিল করে আত্বশোধ করে নেয়ার পায়তার চালিয়ে আসছে।
তাই আমার বাবা যাতে আমাদের নামের দান পত্র হেবা দলিল অন্য কাউকে সাবকবলা রেজেষ্ট্রারি করে দিতে না পারে সে লক্ষে প্রশাসনের সর্ব মহলের হস্তক্ষেপ কামনা করছেন অসহায় চার কন্যা ও তাদের পরিবারের লোকজন।
Leave a Reply