শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
কে এম সোহেব জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ বাবুগঞ্জে স্বামীর যৌতুকের দায়ে নির্যাতনের স্বীকার হয়ে স্বামীর সংসার ছেরে অসহায় পিতার ঘাড়ে চরে বসছেন এক কন্যা সন্তানের জননী তাছলিমা বেগম -২১.
তাচলিমা গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের অসহায় পিতা শাজাহান খলিফার কন্যা।
তিনি গত ৫ বছর পুর্বে পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের আনোয়ার
শেখের বখাটে পুত্র রাজিব ২৫ এর প্রেমের প্রস্তাবে রাজি হয়ে তিন লক্ষ টাকা দেন মহর মহরানা ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিবাহর পর স্বামীর সংসারে কিছুদিন ভাল ভাবেই সংসার করছিলেন তাছলিমা।
বছর যেতে না যেতেই যৌতুকের জন্য অমানুষিক নির্যাত করতেন তাচলিমাকে যৌতুক লোভি স্বামী রাজিব।
অমানবিক নির্যাতন সহ্য করতে না পের পেরে তার ৪ বছরের শিশু কন্যা সন্তানকে নিয়ে নিজ পিত্রালয় ফিরে আসেন তাছলিমা।
উপায়ন্তর না পেয়ে গত ১৬ এপ্রিল ২০১৯ নাড়ি ও শিশু নির্যাতন দমন আইনে রাজিবকে আসামি করে বাবুগঞ্জ
থানায় তাছলিমা বাদি হয়ে মামলা দায়ের করেন যার জি আর মামলা নং -৩৩/ ১৯।
মামলার পরে বাবুগঞ্জ থানা পুলিশ রাজিবকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন
করেন।
জেল থেকে বের হয়ে স্ত্রী তাচলিমা সহ তার পরিবারকে হত্যার জন্য নানান সড়যন্ত্র চালান বখাটে রাজিব শেখ।
লম্পট ও যৌতুক লুভি স্বামিকে আইনের আওতায় আনতে প্রশাসনের সর্ব মহলের শাস্তি দাবি জানিয়েছেন তাচলিমা ও তার পরিবারের লোকজন।
Leave a Reply