রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
বরিশাল বিশেষ প্রতিনিধিঃ বরগুনা জেলার বামনা উপজেলার ৪ নং ওয়ার্ড দক্ষিণ কাকচিড়া গুদিঘাটা গ্রামে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে মা ও ছেলেকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এ সময় ঘর ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১২ জানুয়ারী শুক্রবার দুপুর ২টায় গুদিঘাটা জবান আলী মিস্ত্রির বাড়ির পেছনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো,ওই গ্রামের বাসিন্দা আব্দুল বারেক মিয়ার স্ত্রী লাইলী বেগম ও তার ছেলে সিরাজুল ইসলাম সুরুজ। আহতদের মধ্যে লাইলী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত লাইলী জানান, তার স্বামী আব্দুল বারেক মিয়া ২০০৭ সালে উত্তর কাকচিড়া গ্রামের আফজাল খানের কাছ থেকে ২৮ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু দীর্ঘদিন পরে আফজাল সেই জমির মালিক বলে দাবি করে। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে আফজালের ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আফজাল খান, মুসা খান ও রফিক খান সহ কয়েকজন লাইলি কে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে সুরুজ ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরে বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আফজাল ও তার পরিবারের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply