বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন
মোঃ নাসির শরীফ, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামরাইল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল ইউপি সদস্য শিল্পী বেগম নির্বাচিত হয়েছেন।
৬ এপ্রিল শনিবার দুপুরে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী।
যাচাই-বাছাই সম্পন্ন হয়। এদিকে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিল্পী বেগম যাচাই-বাছাইয়ে বৈধতা পান।
এছাড়া মহিলা অভিভাবক সদস্য প্রার্থী আর না থাকায় শিল্পী বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
বিষয়টি নিশ্চিৎ করেন প্রিজাইডিং অফিসার সুমন চৌধুরী। এদিকে শিল্পী বেগম নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও
অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবকসহ বামরাইলবাসী।
Leave a Reply