রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বরিশাল বিমানবন্দর থানা দিন ফুলতলা গ্রামে চাঁদা না দেয়ায় এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২ টায় মল্লিক বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম সাফিয়া বেগম সে ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী।
বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাফিয়া জানান, তার পরিবারের সাথে পার্শ্ববর্তী দেলোয়ার হাওলাদার গং এর দীর্ঘদিন ধরে ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় ২০০১ সালে একটি মামলা দায়ের করে।
সেই মামালায় ২০১৫ সালে তাদের পক্ষে রায় পায়। তারই সূত্র ধরে পার্শ্ববর্তী দুলাল মল্লিকের ছেলে নাঈম মল্লিক, নাসরিন, ও হনুফা সহ কয়েকজন দীর্ঘদিন ধরে সাফিয়ার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।
এতে সে রাজি না হওয়ায় ঘটনার দিন বুধবার দুপুরে নাঈম জোরপূর্বক তার গরু দিয়ে তাদের জমির ফসল নষ্ট করায়।
বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নাঈম সহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
তার ডাক চিৎকার শুনে রফিকুল ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply