রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরগুন জেলার বেতাগী থানা দিন সোবখালি গ্রামে জমি জমাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১২ টায় আকন বাড়িতে ও সন্ধ্যা ৭ টায় আকন বাড়ির পাশে ছাড়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম আসমা আক্তার, রাজিব, রাজ্জাক, সজীব ও রাসিব তারা উভয়ই সোবখালি গ্রামের বাসিন্দা।
আহতদের ভিতরে আসমা ও রাজিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আসমা জানান ২০০৭ সালে হাবিবুর রহমান সিকদারের কাছ থেকে ১০ কাঠা জমি ক্রয় করে।
২০১২ সালে ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। দীর্ঘদিন যাবত কালাম আকন ও সালাম আকন জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছিল।
তারই ধারাবাহিকতায় ঘটনার দিন জোরপূর্বক মাটি কেটে আইল বাধতে ছিল ও আসমাদের লাগানো গাছ কেটে
নিয়ে যাচ্ছিল এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে কালাম, সালাম, হানিফ, মিজানুর, নিজাম,আ:হক, হাসিব,
কবির, খাইরুল, হৃদয়, কিসলু, সুজন, মিরাজ, সিরাজ, আলমগীর, মিলন, হাসান, আরিফ, বশির, আউয়াল ও
মনির সহ ১০/১২ জন্ মিলে রড, ক্ষোন্তা, দাও ও লাঠি শোটা দিয়ে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।তার ডাক চিৎকারে স্থানীয়রা
ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আসমা ও রাজিবের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল
শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply