রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তেজগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠিত গোপালগঞ্জে ৭ই ডিসেম্বর মুক্ত দিবস-পালন করেন বীর মুক্তিযোদ্ধারা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ এ ভূষিত হয়েছেন জাভেদ নাছিম কুয়াকাটায় টোয়াকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাদশার ১০ তলা ভবন নিয়ে ২ স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মামলা পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায় পটুয়াখালীর উপকূলে দুর্যোগের আগাম গণসচেতনতামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী কোম্পানির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল ও মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তরুণ সাংবাদিক জুয়েল 

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ও সময়ের কণ্ঠস্বরের কুয়াকাটা প্রতিনিধি তরুণ ও প্রতিভাবান সাংবাদিক জুয়েল ফরাজী বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছেন ।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আয়োজিত দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানে তাকে “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়েছে।

তাঁর অনুসন্ধানী রিপোর্টিং, তথ্য উপস্থাপনা ও সংবাদ সংগ্রহে অসামান্য অবদানের জন্য অ্যাওয়ার্ডটি দৈনিক ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বাড়ি নয়ন অ্যাওয়ার্ডটি প্রদান করেন ।

জুয়েল ফরাজী ২০১০ সালে অনলাইন নিউজ পোর্টাল বরিশাল আপডেট ২৪ ডট কমে সাংবাদিকতা শুরু করেন এর পর সাপ্তাহিক অপরাধ সন্ধানে,

আঞ্চলিক দৈনিক আজকাল, দৈনিক হিরন্ময় পত্রিকায় কাজ করে পাঠক মহলে সুনাম অর্জন করে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় ২০১৮ সালে জায়গা করে নেন।

 

জানাগেছে, তার প্রতিবেদনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও সমাজের অজানা কাহিনীই, শিক্ষা খাতে দুর্নীতি এবং সরকারি প্রকল্পগুলোর বাস্তব চিত্র পাঠক মহলে তুলে ধরেন।

 

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক, বিসিআইসি কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মশিউল আজম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল আহসান বাদলসহ সাংবাদিকতা জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব, গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মনজুরুল বারী নয়ন।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রাপ্তদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে এর ধারা অব্যাহত রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে জুয়েল ফরাজী বলেন বলেন, এ পুরস্কার আমাকে আরো বেশি উৎসাহিত করেছে।

তবে রিপোর্টিং এর কাজে আমাকে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে।

আমার প্রতিষ্ঠান এবং সহকর্মীদের সহযোগিতায় সেই বাধা-বিপত্তিকে অতিক্রম করে ঘটনার পিছনের আসল ঘটনাকে বের করে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভবিষ্যতে সকলে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

আরও বলেন, সাংবাদিকদের সমাজের আয়না বলা হয়।সাদা কে সাদা এবং কালোাে কালো বলতে হবে। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব।

উল্লেখ্য, এ বছর দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১০ রিপোর্টারকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories