বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশালের বাবুগঞ্জে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ  দীর্ঘ অপেক্ষার পর হারিয়ে যাওয়া শিশু মায়ের কোলেই ফিরে এল   মানবতার তরে আমরা ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ বরিশাল নগরীতে মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক বাহাদুর তালুকদার ও সদস্য সচিব আহমদউল্লাহ খান হৃদয় উজিরপুরে ‘আলোকিত সমাজ ফাউন্ডেশনের’ উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন
ভারতের মৌমিতা হত্যার প্রতিবাদে ববিতে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন 

ভারতের মৌমিতা হত্যার প্রতিবাদে ববিতে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন 

ববি প্রতিনিধিঃ ভারতের আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করেছেন শিক্ষার্থীরা। ১৯ আগষ্ট (সোমবার) সন্ধা ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

গত ৯ ই আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সমগ্র রাজ্যসহ বহিঃ বিশ্বেও বিক্ষোভে ফেটে পড়েছে। এরই প্রতিবাদ স্বরুপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক সন্ধার আয়োজন করেন। এসময় শিক্ষার্থীদের হাতে “Stop violence to woman “, ” সহিংসতা কে না বলি”, “তনু থেকে মৌমিতা বরিশাল থেকে কলকাতা” ব্যানারসহ স্লোগান এবং কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ করতে দেখা যায়।

 

শিক্ষার্থীরা জানান, আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ হোক। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি।

 

ববির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং আয়োজনের একজন সংগঠক ভূমিকা সরকার বলেন, আমরা ক্যাম্পাস অভ্যন্তরে এবং বরিশাল শহরে নারী স্বাধীনতা এবং নারীকে নিরাপদ একটি পরিবেশ নিশ্চিতের জন্যে আমরা এই কর্মসূচিটি করছি।

কলকাতায় যেই কর্মসূচি চলছে সেই কর্মসূচির সাথে তাল মিলিয়েই আমরা আজকের এই আয়োজনটা রেখেছি। আমাদের মুল কথা হচ্ছে আমরা নিরাপদ একটি ক্যাম্পাস চাই, যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে।

পৃথিবীর যেখানেই নারী অত্যাচারের ঘটনা ঘটবে আমরা ববির শিক্ষার্থীরা সোচ্চার কন্ঠে তার প্রতিবাদ জানাবো।

এছাড়াও নারী অত্যাচার, ধর্ষণের মতো আপরাধ বন্ধের জন্যে যথাযথ পদক্ষেপ নিতে এবং এর আগে ধর্ষন এবং হত্যার মতো যত ঘটনা ঘটেছে তার বিচার করতে বর্তমান দেশের উপদেষ্টাদের নিকট দাবি জানান।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories