মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় ৬২ হাজার টাকাসহ ৫ জুয়ারি আটক বিএনপির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ খান বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফারদের কর্ম বিরতি প্রত্যাহার বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বরিশালের উজিরপুরে গৃহবধূ নিখোঁজ, উদ্বিগ্ন স্বজনরা গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতা অপরিহার্য — কুয়াকাটায় মতবিনিময় সভায় বক্তারা
ভারতের মৌমিতা হত্যার প্রতিবাদে ববিতে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন 

ভারতের মৌমিতা হত্যার প্রতিবাদে ববিতে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন 

ববি প্রতিনিধিঃ ভারতের আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করেছেন শিক্ষার্থীরা। ১৯ আগষ্ট (সোমবার) সন্ধা ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

গত ৯ ই আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সমগ্র রাজ্যসহ বহিঃ বিশ্বেও বিক্ষোভে ফেটে পড়েছে। এরই প্রতিবাদ স্বরুপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক সন্ধার আয়োজন করেন। এসময় শিক্ষার্থীদের হাতে “Stop violence to woman “, ” সহিংসতা কে না বলি”, “তনু থেকে মৌমিতা বরিশাল থেকে কলকাতা” ব্যানারসহ স্লোগান এবং কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ করতে দেখা যায়।

 

শিক্ষার্থীরা জানান, আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ হোক। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি।

 

ববির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং আয়োজনের একজন সংগঠক ভূমিকা সরকার বলেন, আমরা ক্যাম্পাস অভ্যন্তরে এবং বরিশাল শহরে নারী স্বাধীনতা এবং নারীকে নিরাপদ একটি পরিবেশ নিশ্চিতের জন্যে আমরা এই কর্মসূচিটি করছি।

কলকাতায় যেই কর্মসূচি চলছে সেই কর্মসূচির সাথে তাল মিলিয়েই আমরা আজকের এই আয়োজনটা রেখেছি। আমাদের মুল কথা হচ্ছে আমরা নিরাপদ একটি ক্যাম্পাস চাই, যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে।

পৃথিবীর যেখানেই নারী অত্যাচারের ঘটনা ঘটবে আমরা ববির শিক্ষার্থীরা সোচ্চার কন্ঠে তার প্রতিবাদ জানাবো।

এছাড়াও নারী অত্যাচার, ধর্ষণের মতো আপরাধ বন্ধের জন্যে যথাযথ পদক্ষেপ নিতে এবং এর আগে ধর্ষন এবং হত্যার মতো যত ঘটনা ঘটেছে তার বিচার করতে বর্তমান দেশের উপদেষ্টাদের নিকট দাবি জানান।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories