সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামে মামলায় সাক্ষী হাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জমাদ্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলো,কালাম জমাদ্দার ভাই মোসলেম জমাদ্দার তার ছেলে সাইফুল, মিরাজ ও মেয়ে সুমি।
আহতদের মধ্যে সাইফুল, মিরাজ ও সুমি প্রাথমিক চিকিৎসাধীন এবং কালাম ও মোসলেম শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
আহত কালাম জানান,কয়েকদিন আগে একই গ্রামের আজাদুল খান ও মজিবুর খানের সুপারি গাছ থেকে সুপারি চুরি হয়। এ ঘটনায় তারা কালামকে সাক্ষী করে একটি মামলা দায়ের করে।
মামলায় কালামকে সাক্ষী করা হলে কালাম সেটা জানতেন না। তার ওই ধারাবাহিকতায়, বিষয়টি জানতে তাকে ঘটনার দিন রবিবার সন্ধ্যায় স্থানীয় সাবেক মেম্বার ফজলুল হক আসলামকে দিয়ে জমাদ্দার বাড়ির সামনে ডেকে নেয়।
ফজলু তাকে জিজ্ঞাসাবাদ করে চলে যাওয়ার পর আসলাম, খাইরুল, হাসান তালুকদার, আসাদ, শিহাব, মাসুম,রাহাত ও শফিউল্লাহ সহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র সহ লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
তা ডাক চিৎকার শুনে মোসলেম সাইফুল মিরাজ ও সুমি ঘটনাস্তলে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানের চিকিৎসকরা কালাম ও মোসলিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।
Leave a Reply