রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
ইউসুফ আলী জুলহাস, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মেজর আফসার উদ্দিন হাওলাদারের স্বরনে দোয়া মিলাদ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার হলরুমে মরহুমের দুই ছেলের উদ্যোগে মাদরাসার পরিচালনায় এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম মেজর আফসার উদ্দিন হাওলাদারের ছেলে নেতার উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাফিজুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক স্বপন হাওলাদার ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমার বাবা মরহুম মেজর আফসার উদ্দিন হাওলাদার আপনার বিভিন্ন প্রতিষ্ঠান উপহার দিয়ে গেছেন।
স্থানীয় সাংসদ আপনাদের এলাকার উন্নায়নে কাজ করে যাচ্ছেন। আমার বাবার রেখে যাওয়া কিছু জমিতে অসহায় গরীব মানুষের জন্য দুই ভাই কবরস্থান করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
Leave a Reply