রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
মুনতাসির রাহী, ববি প্রতিনিধিঃ মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতি’ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদিত হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি সোহানুর রহমান সিফাত (মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান )
সাধারণ সম্পাদক, সুব্রত পালিত (ম্যানেজমেন্ট স্টাডিজ)
নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান সিফাত তার বক্তব্যে বলেন, আমি মাগুরা জেলা এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় এরই অংশ হিসেবে মাগুরার ববির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা, ক্যারিয়র বিষয়ক সেমিনার এবং বর্তমান ফান্ডিং আরো উন্নিত করে এ্যাসোসিয়েশনের শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহনের সুযোগ তৈরি করে দিবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুব্রত পালিত তার বক্তব্যে জানান, এ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল কো-কারিকুলার অ্যাকটিভিটিস এ সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ নিশ্চিত করবো।
এছাড়া আঞ্চলিক ভ্রাতৃত রক্ষা এবং মাগুরার ববিয়ানদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই নব গঠিত কমিটির মুল লক্ষ্য।
একটি বিশ্ববিদ্যালয়ে জেলা এসোসিয়েশনের যেসকল কার্যক্রম থাকে সে সকল বিষয়ে পরিপূর্ণভাবে পালন করবো ।
এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন, মো :মেহেদী হাসান (ম্যানেজমেন্ট ) যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন,
মো:আরশাদুজ্জামান (অর্থনীতি )সাংগঠণিক সম্পাদক হয়েছেন,
ফাহাদ বিশ্বাস (কেমিস্ট্রি )এবং দপ্তর সম্পাদক হয়েছেন নূর ইসলাম নিয়ন (গণযোগাযোগ ও সাংবাদিকতা)
Leave a Reply