বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
মোল্লা আজিজুল, বিশেষ প্রতিনিধিঃ মাগুরার শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল শেষে সর্বোচ্চ বিচারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উপজেলা মহিলা দলের উদ্যোগে গতকাল সোমবার বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম,
জেলা মহিলা দলের সদস্য রাশিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার,
আফরোজা খানম, বাগধা ইউনিয়ন মহিলা দলের সভাপতি, উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিয়া খানম,
উপজেলা বিএনপি আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজ শিকদার, সদস্য সচিব মোল্লা বশির আহামেদ পান্না,
যুগ্ন-আহবায়ক শাহ মো.বখতিয়ার, আবুল মোল্লা, এনায়েত খান মনু ও জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মো.সেলিম সরদারসহ প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ জনপদ
Leave a Reply