রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়। তাতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ঢাকাগামী মাইক্রোবাসচালক রবিন বলেন, ‘ভবেরচর থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভাটেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি।
জানি না কখন ঢাকা পৌঁছাব। প্রথমে ঢাকাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহন চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’
নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের চালক রফিক মিয়া বলেন, তিনি সকাল সাড়ে ৭টার দিকে ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন।
তাঁর সাড়ে তিন কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘণ্টা সময় লেগেছে।
এ সময় যানজটে আটকে থাকা যানবাহনের অসংখ্য চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসেই ঘুমিয়ে পড়েন। তখন যানজট তীব্র আকার ধারণ করে।
এ বিষয়ে জানতে চাইলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির মেঘনা ব্রিজে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।
ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত ট্রাকটি রাস্তা থেকে সরানো যাচ্ছে না।
তবে এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনের চেষ্টা চলছে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply