রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা সৃষ্টি অ্যাসোসিয়েশনের বনায়ন প্রকল্পের গাছ আগুনে পুড়িয়েছে দুর্বিতরা
বুধবার সকালে গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেন সৃষ্টি এসোসিয়েশনের সভাপতি মোঃ আতাউর রহমান খোকন,
তিনি বলেন ৯ জুলাই রাত আটটায় আলিপুরার রাস্তার উত্তর পাশে ভাংগারির দোকানের মালিক বেলাল হোসেন( ৩৫) নেতৃত্বে ৪-৫ জন লোক মিলে আগুন দিয়ে আমাদের ১১ টি মেহগনি কাঠ গাছ যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা পুড়িয়ে ক্ষতিসাধন করেছে।
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাস স্ট্যান্ড ২০০৪ সালে এলাকার পাঁচটি গ্রামের ১০৮ জন সদস্য নিয়ে সৃষ্টি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
সৃষ্টি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত পর থেকে বিভিন্ন সামাজিক যেমন বৃক্ষরোপণ, শীতবস্ত বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছিল সদস্যরা মাসিক সঞ্চয়ের মাধ্যমে ক্রয়িত জমির উপরে বৃক্ষরোপন করা হয়।
অনুলিপি ও গজারিয়া থানার অভিযোগ দেওয়া হয় মুন্সিগঞ্জ পুলিশ সুপার এর কার্যালয়,
মুন্সিগঞ্জ জেলার বন কর্মকর্তা কার্যালয়, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়, নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়,
কৃষি কর্মকর্তা কার্যালয়, উপজেলা বন কর্মকর্তা কার্যালয়
Leave a Reply