রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তেজগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠিত গোপালগঞ্জে ৭ই ডিসেম্বর মুক্ত দিবস-পালন করেন বীর মুক্তিযোদ্ধারা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ এ ভূষিত হয়েছেন জাভেদ নাছিম কুয়াকাটায় টোয়াকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাদশার ১০ তলা ভবন নিয়ে ২ স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মামলা পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায় পটুয়াখালীর উপকূলে দুর্যোগের আগাম গণসচেতনতামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী কোম্পানির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল ও মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ
মুন্সীগঞ্জের গজারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ শ্রমিক। হতাহতরা সবাই স্থানীয় একটি কয়লার গদিতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

নিহত শ্রমিক নাজির হোসেন (২৬)। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাভেল হাসান বলেন, হতাহতরা সবাই বাউশিয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন মেসার্স চরচাষী ট্রান্সপোর্ট এজেন্সিতে শ্রমিক হিসেবে কাজ করত।

শনিবার (১৬ নভেম্বর) সকালে সাড়ে আটটার দিকে কয়লার গদির একটি পুরাতন টিনসেড ঘর ভাঙার সময় পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় তারা।

আহতদের মধ্যে নাজির হোসেনের অবস্থা ছিল আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।

সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত বাকি চারজনের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিষয়টি আমরা খতিয়ে দেখব। নিহতের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories