সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
মুন্সীগঞ্জের গজারিয়া হালনাগাদ ভোটার রেজিষ্ট্রেশনে কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার

মুন্সীগঞ্জের গজারিয়া হালনাগাদ ভোটার রেজিষ্ট্রেশনে কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার

ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এ সময় তার সাথে ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা বিভাগ) মোঃ ইউনূস আলী মিয়া আজ বুধবার সকাল সাড়ে নয়টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ২৩নং মধ্যবাউশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনের জন্য পরিচালিত হালনাগাদ কার্যক্রমের ১ম দিন ওই কেন্দ্র পরিদর্শন করেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এ সময় উপস্হিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ারুল আলম আজাদ,বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যাম মো: এবাদুল হক প্রমূখ।

পরিদর্শন শেষে তিনি দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, রেজিষ্ট্রেশন কেন্দ্র দেখলাম, এলাকার ভোটারদের মাঝে বেশ সাড়া লক্ষ্য করলাম। ইলেকশন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিক ভাবে দায়িত্ব পালন করার কথাও বলেন তিনি।

তিনি আরো বলেন,আমি আশা করছি কোন ভোটার বাদ থাকবে না, সবাই যাতে নিবন্ধনের আওতায় আসে সে ব্যাপারে এলাকাবাসীদের সহযোগিতার আহবান জানান নির্বাচন কমিশনার।

গজারিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় গত ২০ জানুয়ারী হতে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারী ও নিয়োজিত সুভারভাইজারদের তত্বাবধানে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা হয়।

চলতি ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখ হতে উপজেলার বালুয়াকান্দী ও হোসেন্দী ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) বাউশিয়া ইউনিয়নে ২ দিনের হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে যা চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

মার্চ মাসের ৭ তারিখ পর্যন্ত সময়ে উপজেলার সবকটি ইউনিয়নে(৮টি) চলবে বলে জানিয়েছেন গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories