মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরা শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচারের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মুলাদিতে জমি জমা বিরোধে স্বামী-স্ত্রীকে মারধোরের অভিযোগ বানারীপাড়ায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  বানারীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্যতা: নিশ্চুপ প্রশাসন  উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 
মুন্সীগঞ্জে অবৈধ ২৩৩ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

মুন্সীগঞ্জে অবৈধ ২৩৩ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়ায় এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে একে একে ২৩৩টি অবৈধ দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এ অভিযান চালানো হয়।সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদার নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এবং সড়ক ও জনপদ সংশ্লিষ্টরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদা জানান,মুন্সীগঞ্জ সদরে যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এর ধারাবাহিকতায় আজ সিপাহীপাড়ায় অভিযান চালানো হয়।চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদ,জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি জায়গা দখল করে ২৩৩টি অবৈধ স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়েছিল। যথাযথ আইন মেনে সব উচ্ছেদ করা হয়েছে।

এর মাধ্যমে ২ একরের ওপরে সরকারি জায়গা দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।
তিনি আরও জানান,জেলার যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেগুলো পর্যাক্রমে উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হবে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories