রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদরে ৩ রাউন্ড গুলি ও রিভলভারসহ মেহেদি হাসান অংকন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ অংকনকে আটক করেছিলো পুলিশ।
মুন্সীগঞ্জ শহরের মানিকপুর সংলগ্ন পঞ্চসার ইউনিয়নের নতুনগাও এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মানিকপুরের সিরাজুল ইসলামের পুত্র।পুলিশ জানায়,মাদক কারবারের তথ্য পেয়ে ওই এলাকায়
অভিযান চালালে অস্ত্র ও গুলিসহ অংকনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা ২-৩ জন পালিয়ে যায়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান এসব তথ্য নিশ্চিত করে জানান, অংকনের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে এবং দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী
সে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আজ আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য,আসামী অংকন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাষ্টারের ভাগ্নে।
Leave a Reply