বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা রিয়াজুল ফরাজী হত্যা মামলার ৩৫ নং আসামি মুন্সিগঞ্জে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলকে (৩৬) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওই মামলায় সোহেলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার সাব-ইন্সপেক্টর এনামুল হক মন্ডল। পরে আমলী আদালত ১ এর সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ শুনানির জন্য আগামী ২৫ আগস্ট ধার্য করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার বিকালে মালয়েশিয়া পালানোর জন্য ভিসা ইস্যু করতে পাসপোর্ট নিয়ে ঢাকার নয়াপল্টনের একটি ট্রাভেল এজেন্সিতে যান সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের উপর আক্রমণের ভিডিওতে সোহেলকে দেখে চিনে ফেলে ছাত্র-জনতা। এরপর সন্ধ্যার দিকে তাকে নিয়ে আসা হয় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখান থেকে উদ্ধারের পর রাতে মুন্সিগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা দলের কাছে সোহেলকে তুলে দেয় র্যাব। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে সেনাসদস্যরা সোহেলকে আদালতে প্রেরণ করেন।
৪ আগস্ট সুপারমার্কেটে আন্দোলনে রিয়াজুল ফরাজীকে গুলি করে হত্যার দায়ে ১৬ দিন পর ২০ আগস্ট মধ্যরাতে মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে এজাহারনামীয় ২০৮ জনসহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের বিরুদ্ধে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুমা বেগম।
বাংলাদেশ জনপদ
Leave a Reply