বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট শহীদ চত্ত্বরে জেলা বিএনপির কার্যালয়ে নিচে খণ্ড খণ্ড মিছির নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ চত্ত্বর।
কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। একই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, শহর বিএনপির আহ্বায়ক ইরাদত মানু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সোনিয়া হাবিব লাবনী, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, ছাত্রদল সভাপতি আবুল হাশেম প্রমুখ।
বাংলাদেশ জনপদ
Leave a Reply