শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ নির্বাচনে শহরময় পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে। নির্বাচনী হাওয়ায় এখানে হালকা হালকা উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে।আর মাত্র পাঁচদিন বাকি আছে এখানকার উপ নির্বাচন।
এ নির্বাচনে এখানে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাজী মো: ফয়সাল মেয়র পদ ছেড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।
৭ই জানুয়ারির সেই নির্বাচনে তিনি জয়লাভ করেন।তার ছেড়ে দেয়া মেয়র পদে এবার উপ নির্বাচনে প্রার্থী হয়েছেন তার স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন।
চৌধুরী ফাহরিয়া আফরিনের শশুর হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।
এ নির্বাচনে চৌধুরী ফাহরিয়া আফরিনের প্রার্থীর কারণে নির্বাচনীটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভোটাদের কাছে।
এ নির্বাচনে অপর প্রার্থী হচ্ছেন মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহাতাব উদ্দিন কল্লোল।
এদিকে এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।
প্রার্থীরা প্রতিদিনই কোথাও না কোথাও উঠান বৈঠক করছেন।
প্রার্থীরা নিজেরা ও তাদের সমর্থনে সমর্থকরা দোকানে দোকানে ও বাড়িতে বাড়িতে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।
এ সময় তারা ভোটারের কাছে প্রার্থীর লেফলেট বিতরণ করছেন।
আবার কোন কোন স্থানে দল বেধে সমর্থকরা প্রতীক ও প্রার্থীর নাম উল্লেখ করে খন্ড খন্ড মিছিল বের করছেন।
তবে শহরের নানা জায়গায় প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্প থাকলেও সেখানে সমর্থকদের চায়ের আড্ডায় কাউকেই দেখা যায় না।
এ বিষয়টি ভোটারদের দৃষ্ঠি আকর্ষন করেছে। দুপুরের পর থেকে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনায় শহরে মাইকের আওয়াজ পাওয়া যায়।
এবারের নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ৯ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে এখানে ভোট কেন্দ্র হবে ২৫টি। এ কেন্দ্রগুলোতে ভোটাররা ভোট প্রদান করবে।
Leave a Reply