মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুর ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে দুর্দান্ত জয়, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে উজিরপুর দল জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বাবুগঞ্জে সেলিমা রহমানের আগমন উপলক্ষে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের শোভাযাত্রা উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরের শিকারপুর শিশু নিশাতের মৃত্যু ঘিরে রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের কুয়াকাটা বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার -৯, নিখোঁজ -৬ উজিরপুরের মাদার্শী কে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা উজিরপুরে ছেলের হাতে বাবা খুন, জনতার হাতে আটক!

মুন্সীগঞ্জে লঞ্চে জুয়া খেলার সময় ১৩ জুয়ারি আটক

ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের মিরকাদিমের কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে চলমান অবস্থায় চাঁদপুর গামী ময়ূর-৭ লঞ্চ থেকে খেলারত অবস্থায়, নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৩ জুয়ারীকে আটক করেছে মুক্তারপুর নৌ পুলিশ।

পুলিশ জানায়, ১টা ৩০ মিনিটে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এখতিয়ারাধীন ধলেশ্বরী নদীতে বিশেষ অভিযান ও টহল ডিউটিরত টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা (সদরঘাট) থেকে ছেড়ে আসা চাঁদপুর গামী ময়ূর-৭ লঞ্চে চলমান অবস্থায় কতিপয় ব্যক্তি জুয়া খেলছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানের নেতৃত্বে লঞ্চটিতে অভিযান চালিয়ে জুয়া খেলার স্থানে বিভিন্ন রকমের ৩ বান্ডিল তাস,জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৪৯১০০ (উনেপঞ্চাশ হাজার একশত) টাকা সহ ১৩ জনকে আটক করা হয়।

আটকেরা হলেন লক্ষীপুরের জেলার উত্তর রায়পুর গ্রামের মনোহর মিয়ার ছেলে মিস্টার(৪৮),

দেনায়েতপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে বিপ্লব মিয়া(৩২),

চাঁদপুরের জেলার মদনা গ্রামের ডাঃ আব্দুল লতিফের ছেলে আবু জাফর(৬০),উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো:ফারিজ মিজি(২৮),

ঘন্ডামারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মো:মমিন (৪৪), ঘন্ডামারা গ্রামের মৃত নজির আহমেদ বেপারীর ছেলে মো:মনির হোসেন(২৮), গুয়াকলা গ্রামের কাদির ভূইয়ার ছেলে নাজির হোসেন(৩৮), ঘন্ডামারা গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মো: স্বপন(৪২),ঘন্ডামারা গ্রামের মৃত শাহজাহানের ছেলে মোঃ শাহ আলম(৪৪), দক্ষিন বালিয়া গ্রামের মো:কালু পাটোয়ারীর ছেলে মো. সাঈদ পাটোয়ারী(৩৮),

পূর্ব মদনা গ্রামের মোঃ সুলতান শেখের ছেলে মোঃ মুসলিম শেখ(৩২), দক্ষিণ বালিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে মো:আব্দুল কাদির (৩২), করবন্দ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে হীরা বেপারী (৪৪)।

অভিযান প্রসঙ্গে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খান জানান, গ্রেফতারকৃত আসামীরা লঞ্চে টাকার বিনিময়ে জুয়া খেলছিল।

গ্রেফতরা প্রকাশো টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলে অপরাধ করেছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories