বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের পথ দেখানো উন্নয়নের ধারা দেশে অব্যাহত থাকবে- বিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সারওয়ার  গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শহীদ দিবসের প্রস্তুতি সভা উজিরপুরে বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল    মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে দেবরের হাতে ভাবি লাঞ্চিত  গৌরনদীতে সকল সাংবাদিক সংগঠন বিলুপ্তি, প্রেসক্লাব ঘোষিত ভোটের অধিকার নিয়ে আর ছিনি বিনি খেলা চলবে না-ড. আব্দুল মঈন খান বাকেরগঞ্জে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান নগদ অর্থ জরিমানা সহ ভাঙ্গলেন টিনের চিমনি বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতার পিতার মৃত্যুতে শোক প্রকাশ
মুন্সীগঞ্জে সিরাজদিখানে লক্ষ টাকার সোনার ব্রেসলেট পেয়ে ফিরিয়ে দিলেন ১২ বছরের শিশু সামিম

মুন্সীগঞ্জে সিরাজদিখানে লক্ষ টাকার সোনার ব্রেসলেট পেয়ে ফিরিয়ে দিলেন ১২ বছরের শিশু সামিম

ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে লক্ষ টাকার সোনার ব্রেসলেট পেয়ে ফিরিয়ে দিলেন ১২ বছরের শিশু সামিম।উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড় সংলগ্ন শেখ আলাউদ্দিন কমপ্লেক্সের নিচে শাহী রেস্তোরাঁয় ২৭ জানুয়ারী সকাল ১০টার দিকে এঘটনা ঘটে।

 

জানাযায়,বাবা মিষ্টার দিনমজুর অভাবের সংসারে ৪ ভাই বোনের মধ্যে বড় ১২ বছরের শিশু শামিম। মা-বাবা ভাই বোন নিয়ে সিরাজদিখান বাজার সংলগ্ন কাঠপট্টি মিলনের বাড়িতে ভাড়া থাকেন।লেখাপড়া ছেড়ে বাবাকে সাহায্য করতে ১ মাস যাবত ২ হাজার টাকা মাসিক বেতনে কাজ নেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড় সংলগ্ন শেখ আলাউদ্দিন কমপ্লেক্সের নিচে শাহী রেস্তোরাঁয়।

 

প্রতিদিনের মত শিশু সামিম কাজ করতে গিয়ে টেবিলের নিচে দেখেন সোনা তৈরী ১ ভরির ওজনের একটি হাতের ব্রেসলেট পরে আছে।ব্রেসলেটটি পেয়ে সাথে সাথে শাহী রেস্তোরাঁর মালিক মো:ইসুফ হাওলাদারের কাছে জমা দেন।মো: ইসুফ হাওলাদার ব্রেসলেট এর

প্রকৃত মালিক কে পেয়ে যথার্থ প্রমাণ নিয়ে ব্রেসলেট টি ২৭ জানুয়ারী সকাল ১০টার দিকে বুঝিয়ে দেন।

 

শিশু সামিম জানান,আমি সব সময়ের মত টেবিল মুছতে গিয়ে নিচের দিকে দেখি একটি চেইন পরে আছে আমি চেইনটা হাতে নিয়ে সাথে সাথে মালিকের কাছে বুজিয়ে দেই।মালিক চেইনের মালিকের নিকট চেইনটি বুজিয়ে দেন।আমাদের অভাবের সংসার তাই কাজ করে আমার বাবাকে সাহায্য করি।

 

শাহী রেস্তোরাঁর মালিক মো:ইসুফ হাওলাদার জানান,আমি জানতে পারি আমার এক কর্মচারী সোনা তৈরী ১ ভরির ওজনের একটি হাতের ব্রেসলেট পেয়েছে।যাহার মুল্য প্রায় ১ লক্ষ টাকা আমি সাথে সাথে সংরক্ষণ করি এবং প্রকৃত মালিক কে পেয়ে তার নিকট বুঝিয়ে দেই। পাশাপাশি এ ১২ বছরের ছেলের সততা দেখে আমি মুগ্ধ আমি তার ভবিষ্যতে উজ্জ্বল মঙ্গল কামনা করছি।আমি এ ছোট ছেলের সততা দেখে ৫ শত টাকা পুরস্কার দেই।

 

উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের মোসাম্মদ লিপি বেগম জানান,শাহী রেস্তোরাঁয় খেতে গিয়ে সোনা তৈরী ১ ভরির ওজনের একটি হাতের ব্রেসলেট হারিয়ে ফেলি।বিভিন্ন যায়গায় অনেক খোজাখুজি করে না পেয়ে শাহী রেস্তোরাঁয় এসে খোঁজ করলে রেস্তোরাঁর মালিক জানান আমরা পেয়েছি।আমি এ ব্রেসলেটের সঠিক প্রমাণ দিয়ে বুজে নেই। ১২ বছরের এ ছেলের সততা দেখে আমি মুগ্ধ। আমি এ ছেলেকে ১ হাজার টাকা পুরস্কার দেই পাশাপাশি তার ভবিষ্যতে উজ্জ্বল মঙ্গল কামনা করছি।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories