সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
মুন্সীগঞ্জে সিরাজদিখানে শিক্ষার্থীদের যৌন হয়রানী, বিচারের দাবীতে বিদ্যালয় ঘেরাও

মুন্সীগঞ্জে সিরাজদিখানে শিক্ষার্থীদের যৌন হয়রানী, বিচারের দাবীতে বিদ্যালয় ঘেরাও

ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার উত্তর তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে যৌন হয়রানীসহ জোরপূর্বক তাদের সাথে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃতসলিম হোসেন খানের বিরুদ্ধে।

 

প্রধান শিক্ষকের বিচারের দাবীতে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয় ঘেড়াও করে।

এসময় বিদ্যালয়ের ওই লম্পট প্রধান শিক্ষকে না পেয়ে অন্যান্য শিক্ষকদের বিদ্যালয়ের ভিতরে অবরূদ্ধ করে রাখা হয়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ ও এটিও মোঃ আমিনুর রহমান ঘটনাস্থলে স্ব-শরীরে হাজির হয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

 

তবে অভিযুক্ত শিক্ষক মোঃতসলিম হোসেন খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।তিনি বলের,বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ থাকায় স্থানীয় একটি পক্ষ তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করছে।

বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে হাজিরা দিতে গিয়ে বিদ্যালয়ের মারমূখী পরিবেশ দেখে বিদ্যালয় ত্যাগ করে বাইরে নিরাপদ স্থানে অবস্থান নেন।

 

এ ব্যপারে রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ বলেন,ঘটনাটি শুনে শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করি।

আমরা চাই এটা একটা সুষ্ঠ তদন্তের মাধ্যমে যাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয় এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।

যাতে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতে স্কুলে নির্ভয়ে নিঃসঙ্কোচে আসতে পারে এটাই আমাদের দাবী।

 

এ সংক্রান্তে ঘটনাস্থলে উপস্থিত এটিও মোঃ মিজানুর রহমানের কাছে ঘটনার ব্যপারে বক্তব্য চাইলে অদৃশ্য কারণে তিনি বক্তব্য দিতে অনীহা প্রকাশ করে তরিঘরি করে বিদ্যালয় ত্যাগ করেন।

 

উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন বলেন,অভিযোগ পেয়ে সেখানে এটওকে পাঠিয়েছিলাম শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories