বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশালের বাবুগঞ্জে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ  দীর্ঘ অপেক্ষার পর হারিয়ে যাওয়া শিশু মায়ের কোলেই ফিরে এল   মানবতার তরে আমরা ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ বরিশাল নগরীতে মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক বাহাদুর তালুকদার ও সদস্য সচিব আহমদউল্লাহ খান হৃদয় উজিরপুরে ‘আলোকিত সমাজ ফাউন্ডেশনের’ উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন
মুন্সীগঞ্জ অসহায় এই বৃদ্ধার নাম পরিচয় জানা যাচ্ছেনা, পড়ে থাকতে দেখে এগিয়ে আসলেন একদল সেচ্ছাসেবী

মুন্সীগঞ্জ অসহায় এই বৃদ্ধার নাম পরিচয় জানা যাচ্ছেনা, পড়ে থাকতে দেখে এগিয়ে আসলেন একদল সেচ্ছাসেবী

ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ গত দুই দিন যাবত কনকনে ঠান্ডায় রাস্তায় পড়ে ছিলো ৭৫/৮০ বছরের এক বৃদ্ধা।মাঘের এই প্রচন্ড ঠান্ডা তাকে শীতবস্ত্রহীন ভাবে পড়ে থাকতে দেখে এগিয়ে আসলেন একদল সেচ্ছাসেবী।তারা অসহায় এই বৃদ্ধাকে উঠিয়ে জায়গায় দিলেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের নিচ তলায়।

সেখানে তাকে একটি ব্রেড ও শীতবস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন সেচ্ছা‌সে‌বিরা।তবে অসহায় এই বৃদ্ধার নাম পরিচয় জানা যাচ্ছেনা।

 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সামনে শীতে কুক্রড়া দিয়ে সন্ধ্যা ৭ পর্যন্ত বসে থাকতে থাকেন।

 

পরে তাকে সেখান থেকে উঠিয়ে হাসপাতালের নতুন ভব‌নের নিচ তলায় নিয়ে যায় একদল সেচ্ছাসেবী সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করে একটি বেড ও শীতবস্ত্রের ব্যবস্থা করে সেচ্ছাসেবী টিমটি।বর্তমানে তাকে দেখা শুনা করছেন সেচ্ছা‌সেবীরা ৷

 

সেচ্ছাসেবী ফয়সাল আহ‌ম্মেদ দিপু জানান,শুক্রবার সন্ধ্যায় ওই বৃদ্ধাকে শীতে জুবুথুবু অবস্থায় দেখতে পেয়ে তার নাম পরিচয় জানতে চাই।তবে তিনি কিছুই বলতে পারছিলেন না।

পরে তাকে হাসপাতালের নতুন ভবনে নিয়ে স্বাস্থ্য সেবা ও শীতবস্ত্রের ব্যবস্থা করি।এর সাথে আমাদের অন্যন্যান সহকর্মীরাও একাত্মতা প্রকাশ করেন।

 

তবে তিনি বর্তমানে কিছুটা সুস্থ আছেন তবে তার নাম ঠিকানা কিছুই বলতে পারেনা।ত‌বে আমরা প্রতি‌নিয়ত খোজ খবর নিচ্ছি। আমরা ওনার পরিচয় জানার জন‌্য বি‌ভিন্ন মা‌ধ্যেমে চেষ্টা করছি।

 

সেচ্ছা‌সেবী জান্নাত ইসলাম জয়া জানান,এই বৃদ্ধার প‌রিচয় জানার জন‌্য গতকাল থে‌কেই আমরা‌ চেষ্টা কর‌ছি এবং ওনার যখন যা প্রয়োজন মনে হ‌চ্ছে তখনই তা দেওয়ার চেষ্টা করছি খারার ও বস্র আমরা দি‌য়ে‌ছি ওনার সেবা ও কর‌ছি।ত‌বে ও‌নি ওনার নাম প‌রিচয় বল‌তে পা‌রেনা।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories