শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্ঠা উজিরপুরে ৬৩ বছর বয়সী নারীর লাশ উদ্ধার কুয়াকাটায় ৬২ হাজার টাকাসহ ৫ জুয়ারি আটক বিএনপির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ খান বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফারদের কর্ম বিরতি প্রত্যাহার বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র পদে কল্লোলের মনোনয়ন পত্র সংগ্রহ

মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র পদে কল্লোলের মনোনয়ন পত্র সংগ্রহ

ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ নির্বাচনে এসএম মাহাতাব উদ্দিন কল্লোল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।তিনি গত বৃহস্পতিবার এ মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিস।এ নির্বাচনে তাঁর প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতোপূর্বে তিনি সদরের উপজেলা চেয়ারম্যান পদেও প্রার্থী হয়ে ছিলেন।কিন্তু সেই নির্বাচনে তিনি পরাজিত হন।তিনি এক সময়ে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এ নির্বাচনে তার অংশ গ্রহণ নির্বাচনে নিকটতম প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এমনটি আশংকা করছেন তার সমর্থকরা।

তিনি মুন্সীগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারি।তবে আসন্ন এ নির্বাচনে তিনি তাঁর সমর্থন পাবে কি পাবে না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এ শিবিরে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি নিজেকে অনেকটাই আড়াল করে রেখেছেন।

নির্বাচন অনুষ্ঠিত এক মাসের কাছাকাছি হতে চলছে তারমধ্যে প্রকাশ্যে তাকে তেমনটা দেখা যায়নি। এ কারণে তাঁর সমর্থকরা নানা রকমের শংকায় ভুগছেন।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটলক্ষীগঞ্জ এলাকায় এসএম মাহাতাব উদ্দিন কল্লোল মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মো: মকবুল হোসেনের সাথে একান্তে বৈঠক করেন। তাদের সমর্থকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories