রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ পৌরসভার আসন্ন উপ নির্বাচনে মেয়র পদে চৌধুরী ফারিয়া আফরিনের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে সোহেল আরমান ও তার সমর্থকরা জেলা নির্বাচন অফিস থেকে চৌধুরী ফারিয়া আফরিনের মনোনয়ন পত্রটি সংগ্রহ করা হয়।
জেলা নির্বাচন অফিস এ বিষয়টি নিশ্চিত করেছেন।মেয়র পদের এ নির্বাচনটি ইভিএমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। আগামী ৯ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চৌধুরী ফারিয়া আফরিনের স্বামী হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব গত বছরের ২৮ নভেম্বর মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন।
এ কারণে এখানে এ পদটি শূণ্য হয়। মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ সোহেল রানা রানু।
হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ- ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন।সেখানে তিনি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে পরাজিত করে বিজয়ী হন।
এর আগে গত বৃহস্পতিবার এ পদের জন্য এসএম মাহাতাব উদ্দিন কল্লোল মনোনয়ন পত্র সংগ্রহ করেন।এ নিয়ে এখানে মোট ২জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
Leave a Reply