বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল ৪ আসনের স্বতন্ত্র এমপি পংকজ নাথ এর অনুসারী মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনির জমাদ্দার মারধরের মামলায় আদালতে আত্নসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার (৩০ মার্চ) মেহেন্দিগঞ্জ আমলী আদালতে আত্নসমর্পণ করলে বিজ্ঞা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মনিরুজ্জামান সার্বিক বিবেচনায় তাহার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
বর্তামানে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন। উল্লেখ গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মসূচীতে আসায় সংরক্ষিত নারী এমপি ড. শাম্মি আহমেদ এর অনুসারী ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ কর্মী মহি উদ্দিন দেওয়ান এবং আলী জমদ্দার নামের দুইজনকে প্রকাশ্য জনসম্মুখে পিটিয়ে গুরুতর আহত করে কাউন্সিলর আঃ রাজ্জাক ওরপে মনির জমাদ্দার এর নেতৃত্বে একদল সন্ত্রাসী।
যার দৃশ্য উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজে ধারন করা রযেছে।
এই ঘটনায় তাকে ১নম্বর আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন আহত পক্ষ।
এদিকে সন্ত্রাসী হামলায় কাউন্সিলর মনির জমাদ্দার জেলহাজতে যাওয়ায় সংবাদে এলাকায় সর্বমহলে স্বস্তি নেমে এসেছে।
প্রশাসনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানিয়েছেন ভুক্তভোগীরা। আহতের পরিবারসহ স্থানীয়রা জানান মনির জমাদ্দারের বিরুদ্ধে এলকায় বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসাবে উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের মারধর করা,
উত্তর উলানিয়া ইউনিয়নের মেম্বার আঃ রব ঢালীর ছেলে আফসার ঢালীকে মারধর করে হাত পা ভেঙ্গে দেওয়া, ছালা উদ্দিন ঢালীকে কুপিয়ে পিটিয়ে আহত করা,
চানপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহীন ঘরামীর পা ভেঙ্গে দেওয়া, বালিয়া গ্রামের সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা ইয়াসিন হাওলাদারকে মারধর করা,
চর দখল, স্পীড বোড ঘাটের সিন্ডিকেট, গোডাউনের সিন্ডিকেট, বিনা টেন্ডারে আদালত ভবন ভেঙ্গে নেওয়াসহ নানামুখী অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
Leave a Reply