বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখাল),বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রভাষক ও সাংবাদিক পরিবারের জমি রাতের আধারে একদল সন্ত্রাসী জমি দখলের চেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চর বেষ্টিন গ্রামে সোমবার সন্ধ্যায়। এ ঘটনায় মঙ্গলবার জমির মালিক মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যজিস্ট্রেট আদালতে ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা নং ১১২/২০২৪। আসামীরা হলেন- পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর বেষ্টিন গ্রামের মোঃ সিফাত হোসেন, নিপু দালাল(ভেকু মালিক), হারুন আর রশিদ(ড্রাইভার) ও মনির হোসেন।
মঙ্গলবার গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী সহকারী কমিশনার(ভূমি) কে সরেজমিন দখল/মালিকানা সম্পর্কিত সুস্পষ্ট প্রতিবেদন দাখিলের জন্য প্রেরন এবং বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার জন্য রাঙ্গাবালী থানা ওসি কে বলা হয়েছে।
এসময় আসামীদের বিরুদ্ধে কারণ দর্শানো করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক ও সাংবাদিক মোঃ হারুন অর রশিদ রেকর্ডীয় সূত্রে ৬.৫৬একর জমি দীর্ঘদিন চাষাবাদ করিয়া আসছে।
চরবেষ্টিন মৌজার জেএল নং-১৫০, বিএস খতিয়ান- ১৬৩, দাগ নং- ১২ও ৪৫।
সোমবার রাতে প্রাননাশক অস্ত্র সজ্জ্বিত স্থানীয় সন্ত্রাসী বাহিনী উক্ত জমি দখলের চেষ্টাকালে মাছের ঘের করার জন্য ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে।
এসময় আনুমানিক ০.৫০শতাংশ জমির আকৃতি পরিবর্তন করে ফেলে। এসময় বাদীর ভাই ১নং স্বাক্ষী আবুল কাশেম আসামীদের বাধা দিলে তাকে খুন করা উদ্দেশ্যে ঘিরে ধরে।
স্বাক্ষীর ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় আসামীরা ভবিষ্যতে জমি দখল করবে এবং কেউ বাধা দিলে তাকে প্রাণনাশেরু হুমকি প্রদান করে।
Leave a Reply