সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধি: ভিবিডি বরিশাল জেলা কতৃক আয়োজিত রাঙ্গা হাতে ঈদের খুশি নামক প্রোজেক্ট অনুষ্ঠিত করেছে।
শনিবার ৭ এপ্রিল সকাল ১১টার সময় বরিশালের ত্রিশ গোডাউনে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত পথশিশুদের হাতে মেহেদী দেওয়া হয়।
এতে তাদের মাঝে ঈদের আনন্দ আরো সুন্দর ভাবে উদযাপন করতে পারবে তাই এই প্রোজেক্ট বাস্তবায়ন করেছে ভিবিডি বরিশাল জেলা শাখা।
উক্ত রাঙ্গা হাতে ঈদের খুশি প্রোজেক্ট এ বরিশাল জেলার প্রেসিডেন্ট সুমন রহমান ও প্রোজেক্ট অফিসার ইয়াদ হোসেন উপস্থিত ছিলো,
এই সময় আরো উপস্থিত ছিলো, কমিটি মেম্বার অতনু সোমাদ্দার নবীন কাইয়ুম মাহিম রায়হান প্রোজেক্ট
লিডার মাইশা মিতুল কো লিডার সায়মা সহ আরো অনেকই উক্ত সময় উপস্থিত ছিলো।
এই সময় সুমন রহমান রহমান বলেন, রাঙ্গা হাতে ঈদের খুশি যাতে অসহায় সুবিধা বঞ্চিত শিশুরা ঈদের আনন্দকে
আরো দিগুণ আনন্দময় করার জন্য আমাদেয় এই প্রোজেক্ট বাস্তব করলাম বরিশালের ত্রিশ গোডাউন নামক
এই স্থানে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে তিনি আরো বলেন আমরা এই আয়োজন প্রতি বছর করবো এবং সামনে
আরো সুবিধা বঞ্চিত শিশুদের কে ঈদে আনন্দ বাড়ানোর জন্য এই রকম প্রোজেক্টের কার্যক্রম বৃদ্ধি করবো।
প্রোজেক্ট অফিসার ইয়াদ হোসেন বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে ভিন্নধারার
সামাজিক প্রোজেক্ট করে থাকি সেই ধারাবাহিকতায় আমরা অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের আনন্দ
আরেকটু রঙ্গিন ভাবে যাতে তারা উদযাপন করতে পারে সেই জন্য আমাদের এই রাঙ্গা হাতে ঈদের খুশি নামস
প্রোজক্ট বাস্তবায়ন করেছি এবং আগামীতেও আমরা এই রকম প্রোজেক্ট করবো।
Leave a Reply