রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধিঃ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। আজ শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং উহার কোন অঙ্গ সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে বলে এক অফিসাদেশে জানানো হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ দাফার মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগসহ দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করার দাবি জানিয়েছিলো আন্দোলনরত শিক্ষার্থীরা।
Leave a Reply