মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
মোঃ নুরে আলম, স্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলার রাজশাহী মেডিকেল কলেজ সপ্তম দিনের মতো রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেকে) হাসপাতালে চলছে কমপ্লিট শাটডাউন।
হাইকোটের্র পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ৫ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের মেনগেটের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার ও এমবিবিএস ও
বিডিএস ডিগ্রীধারীদের রেজিস্ট্রেশন দেওয়ার দাবি জানানো হয়।
বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করতে চিকিৎসকরা একাত্মতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের রক্তরোগ
বিভাগের প্রধান ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতা সহকারী অধ্যাপক মুর্শেদ জামান মিঞা,
ডক্টরস অ্যাসোসিয়েশন অব ড্যাব নেতা মনোয়ার তারিক সাবু, সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান সরকার,
এনডিএফ নেতা এ এসএম আব্দুল্লাহ, গ্যাস্ট্রোএন্ট্রোলজী বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম,
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএস ডা. মশিউর রহমান,
পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বাক ডা. এটিএম আখেরুজ্জামান,
রামেক ইন্টার্ন চিসিৎসক ফোরমের সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল্লাহ,
ইন্টার্ন প্রতিনিধি ডা. অনন্যা রহমান, ডা. মাহমুদুল হাসান, বারিন্দ মেডিক্যাল
কলেজ ইন্টার্ন চিকিৎসক ফোরমের নেতা ডা. সাদিকসহ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রামেকে ইন্টার্ন ডক্টর ফোরামের সভাপতি ডা. আব্দুল্লাহ কালের কণ্ঠকে বলেন,
আমাদের সহকর্মীরা ঢাকায় আন্দোলন করছে, তাদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলতে চেয়েছেন।
আশা করি আমাদের দাবি মেনে নেবেন, আমরা ফিরতে পারবো আমাদের কাজে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply