সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
রাজাপুরে জমি জমা বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

রাজাপুরে জমি জমা বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার:: ঝালকাঠি জেলার রাজাপুর থানা দিন ফলুহার গ্রামে জমি জমা বিরোধের জের ধরে মোঃ হায়দার হাওলাদার (৩৫)কে এলপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১:৩০ এর সময় আজিজ কাজির বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহতের নাম মোঃ হায়দার হাওলাদার তিনি হলেন মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে।

আহত হায়দার হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হায়দার এর স্ত্রী জানান ৮ মাস আগে আবুল কালাম হাওলাদার এর কাছ থেকে আনুমানিক ২ শতাংশ জমি ২ লক্ষ টাকার বিনিময় ১০ বছরের জন্য ডিট এর মাধ্যমে লিছ নিয়ে কাঠের ফ্যাক্টরি নির্মাণ করেন।

এরপর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন বাহানায় হায়দারের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার পায়ে তারা চালিয়ে আসছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

হায়দার তাদেরকে টাকা দিতেও অপরাগতা স্বীকার করলে ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ করলে থানা থেকে পুলিশ এসে তালা খুলে দেন।

ঘটনার দিন সকালে আবুল কালাম ফ্যাক্টরিতে ঢুকে কাঠমিস্ত্রিদের গালমন্দ করে পিটানোর ভয় দেখিয়ে ফ্যাক্টিথেকে বের করে দেন।

এই ঘটনা নিয়ে হায়দার তার ভাই আবুল কালাম এর কাছে জিজ্ঞাসাবাদ করতে গেলে ক্ষিপ্ত হয়ে আবুল কালাম ও তার স্ত্রী সালেহা বেগম সহ ২/৩ জান মিলে হত্যার উদ্দেশ্য টেডা ও কোদালের আছারি দিয়ে এল পাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

ওই ওয়ার্ডএর কর্মরত চিকিৎসক হায়দারের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও জানা যায় এই ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়া গেলে আবুল কালাম এর ছেলেরা মোঃ কাইয়ুম ও শাহাদাত হোসেন শান্ত মোবাইল ফোনে প্রাণ নাসের হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories