বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশ স্বাধীনতার যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সিকদার মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৩০ তারিখ শনিবার বাদ আছর বীর মুক্তিযোদ্ধা মান্নান সিকদার এর মরদেহ গার্ড অব অনার প্রদান শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম ইশমাম।
বরিশাল জেলা পুলিশের এক চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এবং রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মোঃ মাসুদ সিকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সিকদার ঢাকা জেলার কানুনগো পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তার স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তার কফিনে শেষশ্রদ্ধা নিবেদন করেন বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম ইশমাম।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বরিশাল পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে বাকেরগঞ্জের দারিয়াল মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মান্নান সিকদারের জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা, আলেম-ওলামাগণ, এলাকার জনগণ সহ দূর দূরান্ত থেকে আসা অনেক মুসল্লিরা।
বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সিকদারের জানাজায় তার ছেলে মোঃ মাসুদ সিকদার তার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।
Leave a Reply