শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ র্যাব-৮, সিপিএসসি ভোলা ক্যাম্প কর্তৃক অভিযান পরিচালনা করে ভোলা জেলার সদর থানাধীন ধনিয়া ইউপিস্থ ধনিয়া পাকার মাথা বাজার নামক স্থান থেকে ডাকাতি মামলায় (ডাকাতির ঘটনার মুল হোতা) যাবজ্জীবনসহ আরো ০৭ (সাত) বছরের কারাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত ০১ (এক) জন পলাতক আসামী গ্রেফতার।
৪ জুলাই বৃহস্পতিবার বেলা অনুমান ৩:০৫ মিনিটের সময় এএসপি মোঃ জামাল উদ্দিন, ক্যাম্প কমান্ডার,
অস্থায়ী র্যাব ক্যাম্প, ভোলার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভোলা জেলার সদর থানাধীন ধনিয়া ইউপিস্থ ধনিয়া পাকার মাথা বাজার নামক স্থানে গ্রেফতারি
অভিযান পরিচালনা করে অতিরিক্ত মহানগর দায়রা জজ কোর্ট নং-০৭, ঢাকা কর্তৃক দায়রা মামলা নং-৮৯০৪/১৫ এর ৩৯৫ ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ৫০,০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩৯৭ ধারায় ০৭ (সাত) বছরের সশ্রম কারাদন্ড,
১০,০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত ডাকাতি মামলার ডাকাতির ঘটনার মুল হোতা পলাতক আসামী-দুলাল (৩৭), পিতা-সোহরাব হোসেন, সাং-ফতেনগর (লেটু মিয়ার বাড়ির ভাড়াটিয়া),
থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে সে তাহার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে।
Leave a Reply