রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বুধবার ঢাকাগামী এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কেবিনে নিয়ে মিতু খাননকে হত্যা চেষ্টা করেন তার স্বামী শফিউল খান।
জানা যায়, বাবুগঞ্জ চরহোগলা পাতিয়া গ্রামের বাসিন্দা কবির চৌকিদারের মেয়ে মিতু খানন (২৩) কে এক বছর আগে বিবাহ করেন গৌরনদী শরিকল গ্রামের শফিউল খানকে।
বিয়ের কিছুদিন পরপরই অত্যাচারের শিকার হন মিতু খানন।
একপর্যায়ে অতিষ্ঠ হয়ে নির্যাতনের বিষয়ে বরিশাল দায়রাজজ আদালতে একটি মামলা দায়ের করেন।
এতে গাঢাকা দিয়ে পালিয়ে বেড়ালে শফিউল খানকে ওয়ারেন্টের নির্দেশনা দেয় আদালত।
সুকৌশল অবলম্বন করে মিতু খাননকে বরিশাল শহরে এনে ঢাকাগামী এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কেবিন ভাড়া করে ভিতরে ঢুকিয়ে মামলা উঠানের জন্য জোর পদক্ষেপ গ্রহণ করে।
এতে রাজি না হলে মারধরসহ বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টা চালায়।
এসময় মিতু খানন চিতকার করে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে মহাশিন মার্কেটের সামনে দৌড়ে এসে পৌছায়। শফিউল খান সেখানে এসেও বেধড়ক মারধর করতে থাকলে বেহুশ হয়ে।
স্থানীয় বাসিন্দারা ছাড়িয়ে দিয়ে শফিউলকে আটকানোর সময় দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলের পথচারীরা আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করান।
এবিষয় আহত মিতুর পরিবার জানান, শারীরিক অবস্থা উন্নতি হলে হত্যা চেষ্টার আরও একটি মামলা দায়ের করা হবে।
Leave a Reply