মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরা শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচারের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মুলাদিতে জমি জমা বিরোধে স্বামী-স্ত্রীকে মারধোরের অভিযোগ বানারীপাড়ায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  বানারীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্যতা: নিশ্চুপ প্রশাসন  উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 
লালমনিরহাট থেকে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল- লিডো

লালমনিরহাট থেকে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল- লিডো

বাংলাদেশ জনপদ ডেস্কঃ লালমনিরহাটের রাজপুর শহরের হৃদয় (০৮) নামের হারিয়ে যাওয়া শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন ।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন -লিডো।।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে লিডোর প্রতিনিধি ঢাকা রেলওয়ে থানার ৬০৪ নং জিডির মাধ্যমে শিশুটিকে তার অভিভাবকের (মায়ের নিকট) হস্তান্তর করেন।

এরপর গত সোমবার ৯/১২/২৪ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময়

কমলাপুর রেলস্টেশনে শিশু হৃদয় (৮) কে স্টেশনের যাত্রীরা একা স্টেশনে ঘোরাফেরা করতে দেখে শিশুটিকে তারা ঢাকা রেলওয়ে থানায় দিয়ে যায়।

শিশুটিকে থানায় দিয়ে যাওয়ার পর নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের অফিসার ও ডিউটি অফিসার শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে।

কিন্তু শিশুটি তার ঠিকানা সঠিক ভাবে বলতে পারছিলো না বিধায়।

থানা থেকে লিডোর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিক রাতেই লিডোর সমাজকর্মীর থানায় এসে ঢাকা

রেলওয়ে থানার ৪৩২ নং জিডির মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে লিডোর ট্রানজিশনাল শেল্টার সেতুবন্ধন কমলাপুর শাখায় নিরাপদ আশ্রয় নিশ্চিত করে।

শিশুটির থেকে বাড়ি থেকে চলে আসার কারন জানতে চাইলে জানা যায় যে ছোট থেকে শিশুটি তার খালার সাথে লালমনিরহাট থাকে।

তার মা ঢাকায় একটি বাসায় কাজ করে। খালা তাকে পড়াশোনা নিয়ে শাসন করলে শিশুটি খালার উপরে রাগ করে ঢাকায় চলে আসে।

আশ্রয় কেন্দ্রে আনার পর শিশুটিকে নিয়ে লিডোর সমাজকর্মীরা কাউন্সিলিং এ বসলে শিশুটির থেকে তার গ্ৰামের নাম মধুরাম জানতে পারে,

তার ই সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও লালমনিরহাট নিউজ এর মাধ্যমে শিশুটির পরিবার খুঁজে বের করা হয়।

আজ যাচাই পূর্বক শিশু শিশু হৃদয় পিতা- আমিনুল মাতা- আরিফা বেগম, সাং- মধুরাম ৯ নং ওয়ার্ড, থানা- লালমনিরহাট, জেলা- লালমনিরহাট তার মাতার নিকট হস্তান্তর করা হয়।

শিশুটির মা আরিফা বেগম জানান তার ছেলেকে হারিয়ে তারা দিশেহারা তাদের ৫ দিন ধরে কোনো খাওয়া দাওয়া গোসল নাই।

তারা সবাই মিলে হৃদয় কে বিভিন্ন জেলায় জেলায় খুজতে বের হয়।

ভিন্ন ফকির কবিরাজ ধরে তাঁদের অনেকে টাকা খরচ করতে হয়।
তিনি যখন গতকাল তার ছেলেকে পাওয়া গেছে খবর টি শুনতে পায় তখন তার আনন্দে চোখে জল চলে আসে।

সবাই স্বস্তির নিঃশ্বাস নেয় শিশুটির নানি পাঁচদিন পর গত কাল খাবার মুখে নেন শিশুটিকে খুঁজে পাওয়ার খবর শুনে।

আরিফা বেগন তার ছেলেকে এইভাবে সুস্থ অবস্থায় তার বুকে জড়িয়ে ধরতে পারবে সে কখনোই ভাবে নাই।

তার শিশুকে নিরাপদ আশ্রয় রেখে সুস্থ শরীরে তার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য লিডো এবং সংবাদ মাধ্যম লালমনিরহাট নিউজ কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য, লিডো একটি অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা যা শিশু উন্নয়ন ও অধিকার বাস্তবায়নে এনজিও বিষয়ক ব্যুরো ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০০০ সাল থেকে কাজ করে যাচ্ছে।

সংস্থাটি মূলত পথশিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে বিভিন্ন কর্মকান্ড যেমন- ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পথশিশুদের উদ্ধার, হারিয়ে যাওয়া শিশুদের পরিবার খুঁজে পরিবারের কাছে হস্তান্তর, পুনর্বাসন, পথস্কুল পরিচালনা, মোবাইল স্কুল পরিচালনা, পথপরিবার ও শিশুদের অর্থনৈতিক সহযোগিতা করে আসছে।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories