সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: সিরাজ রাড়ী (৪৫) কে দীর্ঘ ১৯ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার করা হয়।
২৪ জানুয়ারি বুধবার আনুমানিক রাত ১০ টার দিকে এস.আই শক্তি পদ মৃধা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ড মুন্সিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সিরাজ রাড়ী উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর গ্রামের রাড়ী বাড়ির মৃত হাসান আলীর ছেলে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো: এনায়েত হোসেন বলেন, ২০০৫ সালে গ্রেফতারকৃত সিরাজের বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি ডাকাতির মামলা হয়। ঐ মামলায় ২০২২ সালের জুন মাসে তার বিরুদ্ধে ২২ বছরের সাজা ঘোষণা করেন বিচারক। সাজা ঘোষণার পর থেকেই আত্মগোপনে ছিলেন থাকতে শুরু করেন সিরাজ। তবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply