সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
সাংবাদিককে গলাকেটে হত্যার হুমকি থানায় সাধারণ ডায়েরি

সাংবাদিককে গলাকেটে হত্যার হুমকি থানায় সাধারণ ডায়েরি

Oplus_131072

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে চাদা উত্তোলনের ঘটনার বিষয় সাংবাদিকরা অনুসন্ধান করলে এক সাংবাদিককে ফোন করে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে চাঁদা উত্তোলনকারী বরিশাল মহানগরের সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ—সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সজীব ও তার এক অনুসারী দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার চীফ রিপোর্টার তারিকুল ইসলামকে ফোন করে সরাসরি গলা কেটে হত্যা করার হুমকি দেয়।

সাংবাদিক তারিকুল ইসলামকে যে হুমকি দেওয়া হয়েছিল মোবাইল ফোনে সেই কল রেকর্ডিংটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

জীবন রক্ষার্থে সাংবাদিক তারিকুল ইসলাম বরিশাল কোতোয়ালি মডেল থানায় বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড

থেকে মানুষকে জিম্মি করে চাঁদা উত্তোলনকারী শাহাদাত হোসেন সজীবের বিরুদ্ধে হত্যার হুমকি ধানের বিষয় একটি সাধারন ডায়েরি করেন। যাহার ডায়েরি নাম্বার ১৪২৬।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সজীবের সাংবাদিকদের প্রতি এমন

আচরণে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নিয়েছে বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকদের সংগঠনের নেতাদের মধ্যে।

ইতিমধ্যেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টিবোর্ডের সভাপতি আহমেদ আবু জাফর এমন ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বরিশালের বিভিন্ন সাংবাদিক মহলের সাংবাদিক সাংবাদিকের প্রতি এমন আচরণের জন্য চাঁদাবাজ সন্ত্রাস

শাহাদাত হোসেন সজিবের বিচার দাবি করেছেন বিএনপি দলীয় নেতাদের এবং আইন—শৃঙ্খ রক্ষা বাহিনীর কাছে।

তথ্যসূত্রে জানা যায়, বরিশাল নথুল্লাবাদ থেকে চাঁদা উত্তোলনকারী সজীব বরিশালের এক বিএনপির নেতার নাম ভাঙ্গিয়ে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে চাঁদা উত্তোলন করে।

সজীবের চাঁদা উত্তোলনের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে বরিশাল নতুল্লাবাদের বাস স্টানের অনেক সাধারণ নিরীহ মানুষ।

এভাবে চলতে থাকলে বিএনপির সুনাম ঐতিহ্য নষ্ট হবে বলে ধারণা করেন নথুল্লাবাদ বাস স্টানের একাধিক ব্যক্তিরা।

বরিশাল সাংবাদিক মহলের একটাই দাবি এই চাঁদাবাজ সন্ত্রাস প্রকাশে সাংবাদিককে হত্যা হুমকি দাতা শাহাদাত

হোসেন সজীবকে বিএনপির সকল সদস্যপদ থেকে বহিষ্কার করে আইন—শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দেওয়া

এবং হত্যার হুমকি দানের জন্য উপযুক্ত শাস্তি পাওয়াই হল এখন বরিশাল সাংবাদিকদের সময়ের দাবি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories