শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্ঠা উজিরপুরে ৬৩ বছর বয়সী নারীর লাশ উদ্ধার কুয়াকাটায় ৬২ হাজার টাকাসহ ৫ জুয়ারি আটক বিএনপির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ খান বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফারদের কর্ম বিরতি প্রত্যাহার বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পর্দা উঠলো SHKSC Mini Football World Cup-2024 

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পর্দা উঠলো SHKSC Mini Football World Cup-2024 

মোল্লা আজিজুল, স্টাফ রিপোর্টারঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারো পর্দা উঠলো SHKSC

Mini Football World Cup-2024.

স্পোর্টস ক্লাবের সেক্রেটারী জনাব ওমর ফারুক স্যারের তত্ত্বাবধানে

বর্ণিল আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধনী খেলায় কেক কেটে, বেলুন আর পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মাননীয় চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মো: সেলিম ভূঁইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব মো: সাইফুল হক খান।

এর আগে অতিথিদের নিয়ে মাঠে আরোহন করেন দেশবরেণ্য শিক্ষাবিদ, নিজ নামে প্রতিষ্ঠিত

ড. মাহবুবুর রহমান মোল্লা DMRC কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দক্ষিণ কোরিয়াস্থ HWPL এর সম্মানিত পিস অ্যাম্বাসেডর, লেখক ও শিক্ষা গবেষক এবং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার।

পরে এক শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠান প্রধান বলেন, আমি মনে করি এবং বিশ্বাস করি, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে এবং শরীর ফিট রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা অত্যন্ত জরুরী।

যা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। এদিন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে।

ফলে আত্মবিশ্বাস বৃদ্ধিতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধান অতিথি।

পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠান প্রধান ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার বিভিন্ন দলের খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং প্রতিটি দলের খেলোয়াড়কে দুর্দান্ত খেলতে সাহস ও উৎসাহ প্রদান করেন।

এসময় বিশেষ অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মো: আলমগীর হোসেন, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন মোল্লা, সাবেক দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মো: সোহরাব হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এবছর SHKSC Mini World Cup-2024 এ ২৪ টি দল অংশগ্রহণ করেছে। যা শেষ হবে ফাইনাল খেলার মধ্য দিয়ে।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories