সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ শিশুদের মতামত ও অংশগ্রহণমূলক নেতৃত্ব গঠনের লক্ষ্যে বরিশালের উজিরপুরে ১৭ মে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের শিশু উপদেষ্টা পরিষদ গঠনের একটি বিশেষ অনুষ্ঠান।
উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা।
অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর রুরাল সার্ভিস সেক্টর (সিআরএসএস) এবং সহায়তা প্রদান করে উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিআরএসএস উজিরপুরের সিডিও এ্যনিমিতা।
প্রধান অতিথি মোঃ আলী সুজা তাঁর বক্তব্যে বলেন, “শিশুরা হলো আগামী দিনের নেতৃত্ব।
তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা আমাদের সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ধাপ।
তিনি আরও উল্লেখ করেন, শিশুদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।
বাল্য বিবাহ রোধেি এই শিশু উপদেষ্টারাই মুখ্য ভুমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন।
পাশাপাশি শিশুদের বেড়ে ওঠার জন্য পুষ্টির বিকল্প কিছু নেই মর্মে বিশদ আলোচনা করেন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরএসএস-এর এম অ্যান্ড ই স্পেশালিস্ট সিনথিয়া তন্বী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ অফিসার পলাশ রঞ্জন সরকার, এবং উজিরপুর এপি-তে কর্মরত পিটার, বারেভদার, জেমস সানী বৈরাগী, ও আহসান হাবীব সুমন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকগন মোঃ খলিলুর রহমান, মোঃ মাহফুজুর রহমান,
উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, এবং মোঃ নুরুল ইসলাম আসাদ।
পাশাপাশি, উজিরপুর এরিয়া প্রোগ্রামের সহায়তাকারী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই অনুষ্ঠান শিশুদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজক প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই পরিষদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশুদের নেতৃত্ব বিকাশ ও তাদের সমস্যা-সমাধানে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply