রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ তরঙ্গ সংগঠন এর উদ্যোগে বরিশালে ১ম রমজান থেকেই ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরি পৌঁছে দিচ্ছে তরঙ্গ সংগঠন বাংলাদেশ নামক একটু সামাজিক সংগঠন। এমন আয়োজনের মাধ্যমে ছিন্নমূল রোজাদার সাধারণ মানুষরা অনেক উপকৃত হচ্ছে।
দ্রবমূল্যর উর্দ্ধগতীর এ সময়ে তাদের এমন আয়োজনে সাধারণ মানুষ প্রশংসায় ভাসাচ্ছে তাদের কে এবং যা দৃষ্টি আকর্ষণ করেছে ইফতার বিতরণ করার পাশাপাশি তারা সেহরিতেও সাধারণ ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করে আসছে এতে সাধারণ মানুষ যারা রাস্তায় রাত্রি যাপন করে।
না খেয়ে রোজা রাখে এমন সাধারণ মানুষেরা সেহরিতে দুমুঠো খাবার পাচ্ছে তরঙ্গ সংগঠন এর এই মানবিক কার্যক্রমের মাধ্যমে।
হাসির বিনিময়ে ইফতার বিতরণের সময় পথচারীরা আমাদের জানায়, দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বাড়ায় সাধারণ মানুষের হাতের নাগালে চলে যাচ্ছে দৈনন্দিন খাবার সংগ্রহ এমন অবস্থায় যেকোনো খাদ্য সহায়তাই অনেক উপকারে আসছে আমাদের আমরা তাদের জন্য দোয়া করি যাতে তারা এই রকম কাজ সম সময় করতে পারে আমাদের জন্য।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ রেদোয়ান ইসলাম রুদ্র জানান, হাসির বিনিময়ে সেহরি ও হাসির বিনিময়ে ইফতার উদ্যোগের মাধ্যমে আমরা ছিন্নমূল রোজাদারদের মাঝে ১ম রমজান থেকেই ইফতার ও সেহেরি বিতরণ করে আসছি। ইনশাআল্লাহ বৃত্তবানরা এগিয়ে এলে এর পরিমাণ আমরা আরো বাড়াতে পারবো।
উল্লেখ্য, সংগঠনটি ২০২০ সাল থেকে বরিশাল সহ পার্শ্ববর্তী ১৪টি জেলায় মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।
Leave a Reply