সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র্যাব-৬, সদর কোম্পানী, খুলনা কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার সদর উপজেলা হতে ১৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী এবং র্যাব-৬, খুলনা, সদর কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ৩০ জুন রবিবার রাত ৯:৩০ মিনিটে পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড়ে আব্দুস সালাম ফকিরের চায়ের দোকানের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পিরোজপুর জেলার সদর উপজেলার শিকদার মল্লিক বাস স্ট্যান্ড এর নিকটস্থ তিন রাস্তার মোড়ে আব্দুস সালাম ফকিরের চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়—বিক্রয় করছে।
এ প্রেক্ষিতে, আভিযানিক দলটি উল্লিখিত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ব্যবহৃত মটরসাইকেল রেখে পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে ঘেরাও পূর্বক আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ সাহারাফ হোসেন মুন্সি (৪৩), পিতা মৃত তোছেন উদ্দিন মুন্সি, সাং: উত্তর মুলহাতা, থানা: মোড়লগঞ্জ, জেলা— বাগেরহাট।
২। মোঃ জিয়াউল ইসলাম (৫০), পিতা মৃত আব্দুল খালেক খান, সাং—খাউলবুনিয়া, থানা—পিরোজপুর সদর, জেলা: পিরোজপুর বলে জানায়।
পরবর্তীতে, স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয় স্বীকার করে যে, তারা গাঁজা ক্রয়—বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের কাছে গাঁজা রক্ষিত আছে।
উপস্থিত জনগণের সামনে আসামীদের দুজনের হাতে থাকা কস্টেপ মোড়ানো দুটি কাগজের বড় কার্টুন থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল প্লাটিনা, ১০০ সিসি ( কালো) এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়েছে।
পরবর্তীতে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পিরোজপুর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে, যার মামলা নং- ০২ তাং- ০১/০৭/২০২৪ আসামীদের ও উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর করা হয়।
Leave a Reply