বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার (২১ আগস্ট) বিকাল ৩ টায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সদস্য শেখ মোত্তাহিদুর রহমান শিরু, রাজি উদ্দিন রাজু, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক এম এম মনির আহমেদ ননী, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ আলিমুজ্জামান বিটু, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হামজা, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধু সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এদিকে জেলার মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply