সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ০৬ টি প্রতিষ্ঠান কে মোট ২৬৫০০ টাকা জরিমানা করা হয়।
১৩ অক্টোবর সোমবার সকাল ১১:৩০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও
সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য রাখার অপরাধে এই জরিমানা করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন উজিরপুর স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রসিকিউটিং অফিসার এসএম ইলিয়াস উদ্দিন।
সহযোগিতায় ছিলেন আনসার বাহিনী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয়
কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র বলেন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উজিরপুর স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রসিকিউটিং অফিসার এসএম ইলিয়াস উদ্দিন বলেন
উজিরপুর উপজেলায় কোন রকম মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য পণ্য রাখলে তাকে জরিমানার আওতায় আনা হবে।
অভিযানে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে মায়ের দোয়া মিষ্টান্ন
ভাণ্ডার ৬ হাজার টাকা, সরদার মিষ্টান্ন ভাণ্ডার ৫ হাজার টাকা, নিপা বেকারি ৮ হাজার টাকা,
৩ টি মুদি দোকান ৭৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে,
অভিযানের খবর পেয়ে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply