বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুর ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে দুর্দান্ত জয়, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে উজিরপুর দল জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বাবুগঞ্জে সেলিমা রহমানের আগমন উপলক্ষে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের শোভাযাত্রা উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরের শিকারপুর শিশু নিশাতের মৃত্যু ঘিরে রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের কুয়াকাটা বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার -৯, নিখোঁজ -৬ উজিরপুরের মাদার্শী কে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা উজিরপুরে ছেলের হাতে বাবা খুন, জনতার হাতে আটক!
গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতা অপরিহার্য — কুয়াকাটায় মতবিনিময় সভায় বক্তারা

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতা অপরিহার্য — কুয়াকাটায় মতবিনিময় সভায় বক্তারা

মোঃ জাহিদুল ইসলাম বেলাল, কুয়াকাটা প্রতিনিধিঃ গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা রোববার (১ জুন) পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান তথ্য অফিসার আফরোজা নাইচ রিমা।

বক্তব্যে আফরোজা নাইচ রিমা বলেন, “একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ছড়াচ্ছে।

সংবাদ পরিবেশনের আগে তথ্যের উৎস যাচাই করা অপরিহার্য। গুজব কখনোই প্রকৃত সংবাদ হতে পারে না।

গণমাধ্যমকর্মীদের উচিত পেশাগত নৈতিকতা মেনে চলা ও নিরপেক্ষ তথ্য তুলে ধরা।”

সভায় অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, “গুজব ছড়ানো একটি গুরুতর অপরাধ এবং এর সঙ্গে জড়িতদের কঠোর আইনের আওতায় আনা প্রয়োজন।

তারা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান।

সেই সঙ্গে তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও অনিবন্ধিত সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার,

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মাহমুদ এবং সাধারণ সম্পাদক হোসানই আমির।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন এবং গঠনমূলক মতামত তুলে ধরেন।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories