বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুর ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে দুর্দান্ত জয়, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে উজিরপুর দল জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বাবুগঞ্জে সেলিমা রহমানের আগমন উপলক্ষে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের শোভাযাত্রা উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরের শিকারপুর শিশু নিশাতের মৃত্যু ঘিরে রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের কুয়াকাটা বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার -৯, নিখোঁজ -৬ উজিরপুরের মাদার্শী কে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা উজিরপুরে ছেলের হাতে বাবা খুন, জনতার হাতে আটক!
২৬ বজর পর ফিরে পেলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন, নতুন সাইনবোর্ড

২৬ বজর পর ফিরে পেলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন, নতুন সাইনবোর্ড

জাহিদুল ইসলাম বেলাল, কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান— কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় রোববার (১৩ জুলাই) বিকেলে বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে।
প্রায় ২৬ বছর পর আবারো নিজের পুরনো পরিচয়ে ফিরে  পেলেন।

ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরনের উপস্থিতিতে নতুন নাম ফলক উন্মোচনের মাধ্যমে পুরনো নামের পুনর্বাসন ঘটে।জানা গেছে, ১৯৯৪ সালে যাত্রা শুরু করা

বিদ্যালয়টি শুরুতে ‘কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়’ নামেই পরিচিত ছিল। ১৯৯৮ সালে তৎকালীন  আওয়ামীলিগ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এর নাম বদলে ‘কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়’ নাম রাখা হয়, এবং ১৯৯৯ সালে তা এমপিওভুক্ত হয়।

তবে এতদিন পর নাম পরিবর্তন নিয়ে এলাকাজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

কারও মতে, এটি রাজনৈতিক নিরপেক্ষতার প্রতিফলন, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রাখার চেষ্টা হয়েছে।

আবার কেউ কেউ বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়াকে অযাচিত ও অসম্মানজনক বলেও মনে করছেন।অন্যদিকে স্থানীয়দের একটি বড় অংশ মনে করেন,।

কুয়াকাটার নিজস্ব নাম ফিরিয়ে আনার মাধ্যমে এলাকাটির স্বতন্ত্র আরও জোরদার হবে, যা ভবিষ্যতে পরিচিতির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, আমরা চেয়েছি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ ঘটাতে।

কুয়াকাটা একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র — সেই নামটিই বিদ্যালয়ের নামেও থাকুক, এটাই আমাদের চাওয়া।’

এদিকে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ও প্রশাসনিক অনুমোদনের কথা বলা হলেও,

এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories