মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
এইচ,এম,পান্না, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী রোড সাব রেজিস্ট্রি অফিসের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত, আশংকাজনক অবস্থায় এক জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। থানার এসআই মো. নূরে আলম সিদ্দিক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত দশটা বিশ মিনিটের সময় বেপরোয়া গতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নগরবাড়ী গ্রামের শাহীন হাওলাদারের এক মাত্র৷ ছেলে মেহেদী হাওলাদার (২২) নিহত হয়।এসময় মোটরসাইকেল চালক একই গ্রামের কাজল খানের ছেলে শাকিব খান (১৮) এবং ভ্যানচালক কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের ছালাম খানের ছেলে আবু বকর সিদ্দিক বাবু (২৮) গুরুতর আহত হয়।গুরুতর আহত ভ্যান চালক আবু বকর ও মোটরসাইকের চালক শাকিবকে এলাকার লোকজন উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে বরিশাল প্রেরণ করেন।
বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে ভ্যান চালক আবু বকর মারা যায়। আশংকাজনক অবস্থায় শাকিব খানকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকায় প্রেরণ করেছেন চিকিৎসকেরা।
Leave a Reply