মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ২নং ওয়ার্ডের মোঃ রতন তফাদার ১২ জানুয়ারি শুক্রবার সকাল ৮.৩০ মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার দুই পরিবারের সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে লাশ দাফন না করে উঠানে ফেলে রেখেছে। বিকাল ৩টায় জানাজা হওয়ার কথা থাকলেও এলাকার মানুষ এসে ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত মোঃ রতন দফাদারের লাশ এভাবে রেখে দেয় তার প্রিয় স্বজনের। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা গড়ালেও এখন পর্যন্ত লাশ দাফন করা হয়নি।
এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকা বাসি।
Leave a Reply